1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদের যোগদান

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগকৃত আবু সাঈদ।
 মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি এই পদে কাজ শুরু করেছেন। ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবু সাঈদ প্রশাসনের সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। ২০১৭-২০১৮ সালে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদেও তিনি দায়িত্ব পালন করেন।তিনি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার অধিবাসী। তার সহধর্মিণী একজন গৃহিণী এবং তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
অদ্য বুধবার (১৯নভেম্বর) নতুন জেলা প্রশাসক আবু সাঈদের যোগদান উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। এসময় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু সাঈদের সাথে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব হিসেবে যোগদান করার জন্য পুরাতন কর্মস্থল পিরোজপুর ত্যাগ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com