সাতক্ষীরা জেলার প্রশাসনিক অঙ্গনে ১৮ নভেম্বর ( মঙ্গলবার) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিজ আফরোজা আখতার মহোদয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান জেলার অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতার পর জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপার মহোদয়ের এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে এ সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।”
নবাগত জেলা প্রশাসক জনাব মিজ আফরোজা আখতার মহোদয় সাতক্ষীরার উন্নয়নধারা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথ প্রচেষ্টায় সাতক্ষীরাকে আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তরের লক্ষ্যে তিনি কাজ করবেন।
এ শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ভবিষ্যতে প্রশাসন ও পুলিশের সমন্বিত কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে দুই প্রশাসনিক প্রতিষ্ঠানের সহযোগিতা ও সৌহার্দ্যের যে বার্তা ফুটে উঠেছে, তা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নেবে—এমনটাই আশা জেলার সাধারণ মানুষের।