1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

জহিরুল ইসলাম  
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার প্রশাসনিক অঙ্গনে ১৮ নভেম্বর ( মঙ্গলবার) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিজ আফরোজা আখতার মহোদয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান জেলার অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতার পর জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপার মহোদয়ের এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে এ সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।”
নবাগত জেলা প্রশাসক জনাব মিজ আফরোজা আখতার মহোদয় সাতক্ষীরার উন্নয়নধারা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথ প্রচেষ্টায় সাতক্ষীরাকে আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তরের লক্ষ্যে তিনি কাজ করবেন।
এ শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ভবিষ্যতে প্রশাসন ও পুলিশের সমন্বিত কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে দুই প্রশাসনিক প্রতিষ্ঠানের সহযোগিতা ও সৌহার্দ্যের যে বার্তা ফুটে উঠেছে, তা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নেবে—এমনটাই আশা জেলার সাধারণ মানুষের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com