চট্টগাম সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর সাবেক উপ-কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন (৫২) ও স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটার শাহজাদী আলম লিপি (৪৬) এর নামীয় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপুর্ণ স্থাবর সম্পত্তি সমুহ ক্রোকাদেশ প্রদান করেছেন।ক্রোককৃত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করতে না পারে মর্মে সংশ্লিষ্ট জেলা রেজিস্টার, সাব রেজিস্টার, সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভূমিগণকে নির্দেশ দেন।
দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে, পুলিশের তৎকালীন সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট এর উপ-কমিশনার ও পুলিশের তৎকালীন অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন (৫২) ও স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটার শাহজাদী আলম লিপি (৪৬) এর নামীয় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপুর্ণ স্থাবর সমুহ অনুসন্ধ্যানকারী কর্মকর্তা দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম স্থাবর সম্পত্তি সমুহ ক্রোক ও রিসিভার নিয়োগের জন্য, বগুড়ার সিনিয়র সোপশাল জজ আদালতে ওই দুই জন্য পৃথক দুটি আবেদন করেন। সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির, দুটি আবেদন মঞ্জুর করেন। ক্রোককৃত সম্পদ যেন হস্তান্তর, স্থানান্তর বা করতে না পারে মর্মে সংশ্লিষ্ট জেলা রেজিস্টার, সাব-রেজিস্টার, সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভুমিগনকে নির্দেশ দেন। এছাড়াও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলল বগুড়া জেলার সম্পত্তির জন্য আবেদনে বর্ণিত মতে, পৃথক সম্পত্তির জন্য বগুড়া জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ বগুড়া, ঢাকা জেলার সম্পত্তির জন্য জেলা প্রশাসক ঢাকা, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ মহাখালী ঢাকাকে, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ ঢাকা-৪ কে, নারায়নগঞ্জ জেলার সম্পত্তির জন্য, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ নারায়নগঞ্জকে ও শাহজাদী আলম লিপির সম্পত্তির জন্য বগুড়া জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ বগুড়া, ঢাকা জেলার সম্পত্তির জন্য জেলা প্রশাসক ঢাকাকে রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভারগণ সম্পত্তির দখল গ্রহণ করে, নিজ দায়িত্বে নিয়ে যথাযথ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করবেন। সম্পত্তিরআয় ব্যায়ের হিসাব অত্র আদালতে দাখিল করবেন। আয়ের টাকা চালানমুলে সরকারী কোষাগারে জমা প্রদান করে চালানের কপি অত্র আদালতে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদা দালী করবেন, মর্মে আদেশে বলা হয়েছে। মোঃ হামিদুল আলম বগুড়ার সারিয়াকান্দী উপজেলার তাজুরপাড়ার মৃত এ এস এম ইবনে আজিজের পুত্র ও স্ত্রী শাহজাদী আলম লিপি মৃত ডাঃ শহীদুল্লা মন্ডলের মেয়ে।