1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই

আনিসুর রহমান 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ১০ বছরের শিশু বিজয় ইসলাম নিখোঁজের এক মাস পার হলেও তাকে উদ্ধারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। স্থানীয়ভাবে মাইকিং, লিফলেট, খোঁজাখুঁজি—সবই ব্যর্থ হওয়ার পর আজ পরিবার দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বের কাছে। তারা প্রশ্ন তুলছেন—একটি শিশু হারিয়ে যাওয়ার পরও কেন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এতটা শ্লথ?

 

গত ১৮ অক্টোবর বিকেলে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় বিজয়। পরনে ছিল নেভি-সাদা ডোরা কাটা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের এই চতুর্থ শ্রেণির ছাত্র আর কোনোদিন বাড়ি ফিরেনি।

 

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু ক্ষোভে–বেদনাভরা কণ্ঠে বলেন,

এক মাস ধরে ছেলেকে খুঁজছি। থানায় জিডি করেছি। চারদিকে দৌড়াচ্ছি কিন্তু কোনো অগ্রগতি নেই। আমার ছেলেটা কোথায় গেল? কেউ কি বলতে পারবেন?

 

বিজয়ের মা এসতেমা আক্তার চম্পা ভেঙে পড়েছেন শোকে। তিনি বলেন,

প্রতিদিন মনে হয় আজকে হয়তো ফিরে আসবে। কিন্তু আসে না। প্রশাসনের কাছে আমার ছেলেকে ফেরত পাওয়ার জন্য আকুতি ছাড়া আর কিছুই করার নেই।

 

পরিবার জানিয়েছে যে কেউ বিজয়ের সন্ধান জানলে ০১৭৬৬১৩৪৪৩৭ এবং ০১৮৩৩৯৭৯৭৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী দাবি করেন

জিডি গ্রহণ করা হয়েছে, জেলার সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

 

কিন্তু এক মাস ধরে শিশুটির কোনো হদিস না মেলায় স্থানীয়দের প্রশ্ন

চেষ্টা কোথায়? ফলাফল কোথায়?

একটি শিশুর নিখোঁজ হওয়া কি তদন্তের টেবিলে পড়ে থাকার মতো বিষয়?

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com