1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার

আসাদুজ্জামান খোকন 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে বেসরকারি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছেন না ক্রেতারা। কোম্পানি ভেদে প্রতিটি গ্যাস সিলিন্ডারের জন্য ক্রেতাদের ৫০-১৫০ টাকা বেশি দিতে হচ্ছে। গ্যাস সিলিন্ডার ক্রেতাদের অভিযোগ তদারকি না থাকায় গ্যাস সিলিন্ডার বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিয়ে ক্রেতাদের ঠকাচ্ছেন। সিলিন্ডার প্রতি বাড়তি যে টাকা নেওয়া হচ্ছে তা কার পকেটে ঢুকছে? অপরদিকে খুচরা বিক্রেতারা বলছেন গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কোম্পানির নিকট থেকে বেশি দামে গ্যাস কিনতে তাই দাম বেশি।
জানাগেছে, এনার্জি রেগুলেটরি কমিশন নভেম্বর মাসের জন্য রিটেইলার পয়েন্ট পর্যায়ে ভোক্তাদের নিকট ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বিক্রির মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ২১৫ টাকা। গ্যাস সিলিন্ডার বাজারজাতকারী প্রায় সবকটি কোম্পানির গ্যাস সিলিন্ডার সরকার ঘোষিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।
ক্রেতা পরিচয়ে কয়েকজন খুচরা বিক্রেতার নিকট গ্যাস সিলিন্ডারের দাম জানতে চাইলে তারা জানান, বেক্সিমকোর ১২ কেজির গ্যাস সিলিন্ডার ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৩৭০ টাকা, যমুনার সিলিন্ডার ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩২০ টাকা, ওমেরার সিলিন্ডার ১ হাজার ৩০০টাকা। বসুন্ধরা ও ফ্রেসের সিলিন্ডার ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ২৮০টাকা।
আতিক নামের একজন গ্যাস সিলিন্ডার ক্রেতা বলেন, গত রোববার ১২ কেজির একটি যমুনা গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৮০ টাকা দিয়ে কিনেছি।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, সরকার ঘোষিত মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে কোম্পানি ভেদে এক সিলিন্ডার গ্যাসের দাম ৫০-১৫০ টাকা বেশি নেয়া হচ্ছে। এই টাকা কার পকেটে ঢুকছে?
হাফিজুর নামের এক খুচরা বিক্রেতা বলেন, কোম্পানির নিকট থেকে বেশি দামে গ্যাস কিনতে হয়। বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে লোকসন হবে। তাই বেশি দামে বিক্রি করতে হয়।
বেক্সিমকোর ডিলার প্রদীপ সেন বলেন, বেক্সিমকো গ্যাসের দাম একটু বেশি। খুচরা বিক্রেতাদের নিকট প্রতি সিলিন্ডার ১ হাজার ২৭০ টাকায় বিক্রি করা হয়।
বসুন্ধরা গ্যাসের ডিলার পিন্টু সাহা বলেন, বসুন্ধারা গ্যাসের প্রতিটি সিলিন্ডার ১ হাজার ২০০ টাকা দরে খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করা হয়।
ওমেরা গ্যাসের ডিলার রিন্টু সাহার বক্তব্য জানতে ফোন করা হলে তিনি এ বিষয়ে পড়ে কথা বলবেন বলে জানান।
যমুনা ও ফ্রেস গ্যাসের ডিলার রিয়াজুল ইসলাম বলেন, খুচরা বিক্রেতাদের নিকট প্রতি সিলিন্ডার যমুনা গ্যাস ১ হাজার ২০০ টাকা ও ফ্রেস গ্যাস সিলিন্ডার ১ হাজার ১৮০ টাকায় বিক্রি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক (অ.দা.) মো. শেখ সাদী বলেন, ভোক্তারা সরকার ঘোষিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছেন না এমন অভিযোগ পাওয়া গেছে। বাজার তদারকি চলমান রয়েছে। ভোক্তারা যাতে সরকার ঘোষিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারেন সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com