নাটোর জেলার লালপুর বিলমাড়ীয়ায় মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্য মাধ্যমিক এবং কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ নাটোর জেলা পুলিশের উদ্যোগে বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় এবং মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ লালপুরের আয়োজনে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ড. মোঃ ইসমত হোসেন শামীম মোঃ ইলিয়াস হোসেন, অধ্যক্ষ মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ লালপুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর মহোদয়।
”প্রধান প্রধান আলোচক পুলিশ সুপার অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ল্যাপটপে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। মহোদয় তার বক্তব্যে বলেন নাটোর জেলার একটি সমালোচিত স্থান হচ্ছে লালপুর। আর লালপুরে হ্যাকিং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বিল মারিয়া এবং দূরদূরিয়া ইউনিয়নের তরুণরা এবং তরুণীরা। এখানকার কতিপয় তরুণ /তরুণী মোবাইল হ্যাকিং এবং অনলাইনপ্রতারণার যুক্ত আছে তা প্রায়ই সংবাদপত্রে এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। মোবাইল হ্যাকিং, imo হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিং সহ বিভিন্ন প্রতারণামূলক কাজে লালপুর উপজেলার বেশ কয়েক কয়েকটি গ্রামের তরুণরা জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্র কে গ্রেফতার করা হয়েছে। অতি সম্প্রতি ২০ জন হ্যাকারকে মানুষের কাছে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
”পুলিশ সুপার তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বলেন এই রূপ কর্মকাণ্ডের ফলে লালপুর উপজেলা বাসীদের বদনাম হচ্ছে। তাই জেলা পুলিশ, আইন প্রয়োগের পাশাপাশি মোবাইল হ্যাকিং এবং অনলাইনের প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। পুলিশ সুপার জোর গলায় বলেন শিক্ষার্থীদের সচেতনতাই লালপুরবাসীদের এই বদনাম ঘুচাতে পারে। পুলিশ সুপার এর বক্তব্যের পর উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে পুলিশ সুপারকে কথা দেন যে তারা নাটোরের লালপুরে মোবাইলে প্রতারণা এবং অনলাইন হ্যাকিং কেহ করবে না এবং হ্যাকিং প্রতিরোধে তারা কাজ করবে। ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা বলেন হ্যাকিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে একই সাথে তারা তাদের বন্ধু পরিবার এলাকাবাসীকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। উপস্থিত সহস্রাধিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ লেভেলের শিক্ষার্থীরা পুলিশ সুপারকে কথা দেন যে মাদক প্রতিরোধে এবং মাদক সচেতনতায় তারা কাজ করবে।
”পুলিশ সুপার এই অনুষ্ঠানে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সংক্রান্তে একটি চমৎকার এবং মনোমুগ্ধকর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সচেতনতামূলক এই অনুষ্ঠানে স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার বড়গ্রাম সার্কেল জনাব শোভন চন্দ্র , অফিসার ইনচার্জ লালপুর থানা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা হাসি সহ সহস্রাধিক শিক্ষার্থী এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।