বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আজ, ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, রংপুরের পীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আল-আমিনিয়া ইয়াকুবিয়া ইসমাইলিয়া মিমিয়েল উম্ম (জামাতলা মাদ্রাসা) প্রাঙ্গণে সকাল ৯.০০টা থেকে এই সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করছেন। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ এবং পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ ক্যাম্পে চক্ষু রোগের চিকিৎসা, রক্তদান, ডায়াবেটিস নির্ণয় এবং চর্ম ও স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ প্রদান করছেন। এই জনসেবামূলক কার্যক্রমে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং ক্যাম্পটি বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে।