1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পছন্দ না হলেই ফ্যাসিবাদের দোসর ও আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে তাকে হয়রানি করা হচ্ছে বাগেরহাটের মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচি ও প্রদর্শনী উপকরণ বিতরণ সিলেটে এ অনৈতিক কাজে জড়িত ১ জন পুরুষ এবং ১ জন নারী আটক করছে ডিবি বগুড়া নন্দীগ্রামে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল দিনভর মানবিক কাজের উদ্দোগ নিয়েছেন পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম পেশাজীবীদের কর্মশালা অনুষ্ঠিত খুলনার কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে তরুণদের উদ্যোগ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে সরকার দানব হয়ে ওঠে সোয়াইব নামে এক যুবক বগুড়ায় বিদেশী চাকু সহ গ্রেফতার কুড়িগ্রামে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাসের নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক আহত

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
যশোর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত একটি ওয়ার্কশপ গ্যারেজের ভেতরে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক কিশোর শ্রমিক। বাসের হাইড্রোলিক জ্যাক স্লিপ করায় তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। বর্তমানে আহত কিশোরটির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আজ বুধবার (২০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে রামনগর পিকনিক কর্নার এলাকায় অবস্থিত গাজী ওয়ার্কশপ গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম আরাফাত (১৩)। সে তার বাবা রফিকুল ইসলামের সঙ্গে ওই ওয়ার্কশপে কাজ করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় আরাফাত একটি পরিত্যক্ত বাসের নিচে মেরামতের কাজ করছিল। বাসটিকে জ্যাক (হাইড্রোলিক জগ) দিয়ে উঁচু করে রাখা হয়েছিল। হঠাৎ করেই হাইড্রোলিক জগের প্রেসার স্লিপ করে এবং বাসটি ধপ করে আরাফাতের দেহের ওপর পড়ে যায়।
মুহূর্তেই আরাফাতের আর্তচিৎকারে চারপাশ থেকে লোকজন ছুটে আসে। আরাফাতের সঙ্গে থাকা তার ভাই দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে আরাফাত হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওয়ার্কশপটিতে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এছাড়াও, অপ্রাপ্তবয়স্ক ও কিশোরদের দিয়ে ভারী যানবাহনের নিচে ঝুঁকিপূর্ণ কাজ করানো হলেও ওয়ার্কশপ মালিকরা এসব নিয়মের তোয়াক্কা করেন না।
আরাফাতের পরিবার জানিয়েছে, চরম দারিদ্র্যের কারণে ছোটবেলা থেকেই সে কাজ করে সংসারকে সহায়তা করত। নিত্যদিনের মতোই আজও কাজে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো সে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তের প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com