ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলা ও পৌরসভায় প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বরো ধানবীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগে মোট ১ টন উন্নত মানের বরো বীজ ২০০ জন কৃষকের হাতে তুলে দেন সংগঠনের নেতারা। প্রতিজন কৃষক ৫ কেজি করে বীজ পান, যা দিয়ে প্রতিটি পরিবার অন্তত এক বিঘা জমি আবাদ করতে পারবেন।
বিতরণকালে অনেক কৃষক জানান, বাজারে বীজের দাম বেড়ে যাওয়ায় তারা নতুন মৌসুম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। সময়মতো হাতে বীজ পৌঁছানোর ফলে কৃষকরা এখন বোরো মৌসুমের প্রস্তুতিতে আশাবাদী।
এক কৃষক বলেন,
“এই বীজ না পেলে চাষ করতে পারতাম না। এখন জমি তৈরির কাজ শুরু করব।”
বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষক দলের নেতারা বলেন,
“কৃষকই দেশের মূল শক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।”
তারা আরও জানান, কৃষকদের উৎপাদন বাড়াতে, কৃষি ব্যয় কমাতে এবং আধুনিক কৃষি পদ্ধতি ছড়িয়ে দিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম চলবে।
ফেনী জেলা কৃষক দল জানায়, শুধু বীজ বিতরণ নয়—আগামীতে সার, কীটনাশক, কৃষি পরামর্শ ও মাঠঘাটে সরাসরি সহায়তা প্রদান করা হবে।
তাদের ভাষায়,
“প্রান্তিক কৃষক বাঁচলে গ্রামীণ অর্থনীতি বাঁচবে; আর গ্রামীণ অর্থনীতি বাঁচলে বাংলাদেশ অগ্রসর হবে।”
বীজ পেয়ে কৃষকরা আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান এবং জানান, তারা এ মৌসুমে ভালো উৎপাদনের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত।