“রাসুল (সা.)–এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ দিয়ে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়”— মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাগনভূঁঞা উপজেলার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মানিক বলেন, বিশ্বনবী মুহাম্মদ (সা.) শুধু ধর্মীয় নেতাই নন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাঁর জীবন সকল ধর্মমতের মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। আল্লাহ তায়ালা রাসুল (সা.)–কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নারী-পুরুষ, যুবক-তরুণ, ছাত্র-শ্রমিক—সব শ্রেণির মানুষের জন্য তাঁর জীবনে রয়েছে পরিপূর্ণ আদর্শ।
তিনি আরও বলেন,
“আমাদের প্রিয় জন্মভূমিকে কল্যাণময় ও নিরাপদ করতে হলে প্রয়োজন সুনাগরিক। আজকের ছাত্ররাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে রাসুল (সা.)–এর আদর্শের শিক্ষা অপরিহার্য। তাঁর আদর্শ ছাড়া অন্য কোনো নেতৃত্বের মাধ্যমে সত্যিকারের সুনাগরিক তৈরি করা সম্ভব নয়।”
শিক্ষার্থীদের উদ্দেশে ডা. মানিক বলেন,
“একটি মাত্র কুইজ প্রতিযোগিতার মাধ্যমে রাসুল (সা.)–এর জীবনের বিস্তৃত দিক জানা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সুপরিকল্পিত অধ্যয়ন, গভীর অনুসন্ধান ও তাঁর আদর্শের প্রতি দৃঢ় অনুসরণ। যে সংগঠন তোমাদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলবে—তাদেরই জীবনপথের গাইড হিসেবে গ্রহণ করো। সাময়িক আবেগে কাউকে অনুসরণ করলে ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তোমাদের হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ছাত্র, পিতা–মাতার কাছে আদর্শ সন্তান, সমাজের কাছে ভালো মানুষ এবং রাষ্ট্রের যোগ্য নাগরিক।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন—
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান,
উপজেলা জামায়াতের আমীর মাও. গাজী সালেহ উদ্দিন,
জেলা সাহিত্য সম্পাদক আসিফ,
সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ,
মডেল শাখার সাবেক সভাপতি মাও. ওয়ালী উল্লাহ,
দাগনভূঁঞা দক্ষিণ শাখার সভাপতি জাহিদুল ইসলাম,
মডেল শাখার সভাপতি আবু ওসামা,
সিলোনীয়া মডেল শাখার সভাপতি তানভীর মিশকাত,
উত্তর শাখার সভাপতি মাঈনুদ্দিন এবং
কানাডাপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক সানা উল্লাহ সোহেলসহ অন্যান্য নেতা–কর্মীরা।
অনুষ্ঠন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।