রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবারো স্থগিত করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
পূর্বে নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইন-শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
অন্যদিকে,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটি জেলায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছে পিকেটাররা।
৩৬ ঘন্টা ডাকা হরতালের প্রথম দিনে সকাল ৬টা থেকে শহরে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পিকেটারদের শহরে বিভিন্ন স্হানে পিকেটিং করতে দেখা গেছে। কয়েকটি স্হানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। তবে এখনো কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাঙামাটি কতোয়ালী ওসি মোহাম্মদ সাহেদ উদ্দীন জানান, হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জানান,সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ পূর্বে কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১/১১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের যে অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
আগামীকাল শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার হলে মোট চারবার স্থগিত করা হলো এ সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ।