নীলফামারীর ডোমার উপজেলার জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘সালকি নিউজ’ তার পথচলার তিন বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে বুধবার সন্ধায় ডোমার বাজারের নাট্যমঞ্চে আয়োজন করা হয় গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
স্থানীয় বিশিষ্টজন, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে সালকি নিউজের সম্পাদক ও প্রতিষ্ঠাতা এ আর মানিক স্বাগত বক্তব্যে বলেন, “সত্য সংবাদ পরিবেশন ও পাঠকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। তিন বছরের এই যাত্রায় পাঠক, শুভাকাঙ্ক্ষী ও বিজ্ঞাপনদাতাদের সমর্থন আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।”
অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, সাংবাদিকতা ও তরুণ নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১১ জন গুণী ব্যক্তিকে ‘সালকি নিউজ গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু , বিশেষ অতিথি মীনা মাশরাফি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান উদ্বোধক এর বক্তব্যে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, “সালকি নিউজ শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে মানুষের আস্থা অর্জন করেছে। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”
এ ছাড়া স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পরিবেশনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কেক কেটে তিন বছরের সফল যাত্রা উদযাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সালকি নিউজ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন বিদ্যালয়–কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শেষে সালকি নিউজের পক্ষ থেকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।