সিলেট, এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন গ্রেফতার ও হোটেল সিলগালা।
আজ গতকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডস্থ “চৌধুরী আবাসিক হোটেল” এর অভ্যন্তরে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে হোটেলের কক্ষ হতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০১ (এক) জন পুরুষ ও ০১ (এক) জন নারী মোট ০২ (দুই) জন‘কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। মিছির আলী (৪২), ২। শায়েলা বেগম (৩২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৪৮৬, তারিখ-২০/১১/২০২৫ খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে উক্ত হোটেলটি সিলগালা করা হয়েছে।