বাগেরহাটের মোল্লাহাটে রবি মৌসুমে বোরো (হাইব্রিড) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির উদ্বোধন এবং ‘পার্টনার’ প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এবং বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবি মৌসুমের বোরো ধান উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহমুদুল হক এবং কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করবে এবং রবি মৌসুমে হাইব্রিড বোরো আবাদে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, উপজেলার মোট ১ হাজার ৭’শ জন কৃষককে ২কেজি করে মোট ৩৪’শ কেজি উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান বীজ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
একই সঙ্গে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। বিশ্বব্যাংক, আইএফএডসহ বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী সংস্থার সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা প্রযুক্তিনির্ভর কৃষি, অধিক ফলনশীল জাত নির্বাচন এবং মাঠপর্যায়ে সঠিক ব্যবস্থাপনার নানা দিক নির্দেশনা তুলে ধরেন।
কর্মসূচিগুলোর ফলে উপজেলার সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এর ফলে আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।