বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৬১ তম জন্মদিন ছিলো ২০ নভেম্বর। সারাদেশে বিভিন্ন আয়োজন এর মধ্যে দিয়ে নেতাকর্মীরা তার এই জন্মদিন পালন করেন।
সংবাদের গুরুত্বপূর্ণ লাইন : তারই ধারাবাহিকতায় ২০ নভেম্বর সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করা হয়।ছবিতে দেখা যায় একটি মসজিদের ভিতরে তারেক রহমান এবং বেগম জিয়ার ছবি সম্বলিত বেনার ঝুলানো। নেতাকর্মীদের সেই ছবিসহ বেনার এর সামনে বসে দোয়া করতে দেখা যায়। বিএনপির মিডিয়া সেল এর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয় যে, তারেক রহমান জন্মদিন উপলক্ষে, তারেক রহমান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছেন।অনেকেই এই ঘটনার সমালোচনাও করেন।