বরগুনার বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ইঞ্জিনিয়ার রায়হান নাজির ধলু। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে বায়েজিদ আহম্মেদ শুভ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির হোসেন মোল্লা।
নতুন এই কমিটির ঘোষণাকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপি ও যুবদল এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছে। তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরাও নতুন কমিটির প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
স্বেচ্ছাসেবক দল বামনা উপজেলা শাখার নবনিযুক্ত নেতৃবৃন্দ দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।