ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরলামছি বাংলাবাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে “হৃদয়ে ধানের শীষ” সংগঠনের আয়োজনে জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকাবাসীসহ বিভিন্ন বয়সের শত শত কিশোর, যুবক ও প্রবীণ অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে নঈম উল্যাহ চৌধুরী বরাত উপস্থিত জনতার কাছ থেকে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি মতামত শোনেন এবং তাঁদের প্রশ্নের জবাব দেন।
তিনি বক্তব্যে চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইন-শৃঙ্খলা, জনসেবামূলক কর্মকাণ্ড ও স্থানীয় উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
হৃদয়ে ধানের শীষ সংগঠনের উপদেষ্টা ও যুবদল নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শেখ আনোয়ার, জেলা যুবদলের সদস্য হাসান আহমেদ, বক্তারমুন্সি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম রুবেল, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আমির হোসেন, আবদুর রব, বিএনপি নেতা করিমুল হক ও মো. সেলিম।
এ ছাড়া যুবদল নেতা নুর করিম স্বপন, ওমর ফারুক, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম; ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মিজানুর রহমান; উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল রুমন ও সাহাব উদ্দিন এবং মতিগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুকসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।