২০ নভেম্বর শুধুমাত্র একজন নেতার জন্মদিন নয়, এটি গণতন্ত্র ও মানবাধিকার চেতনার এক স্মরণীয় দিন। আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা প্রদানকারী সংস্থা ফেনী জেলা জোনের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ দৈনিক দেশ বুলেটিন অনলাইন পেইজ নিউজের সঙ্গে আলাপকালে তারেক রহমানের জন্মদিনের গুরুত্বের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন।
জনাব হানিফ বলেন, “জনাব তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নয়; তিনি মানুষের অধিকার, গণতান্ত্রিক নীতি ও ন্যায়বিচারের দৃঢ় প্রতীক। তার জন্মদিন শুধু উদযাপন নয়, বরং আমাদের জন্য গণতন্ত্র ও মানবাধিকার চর্চার বার্তা।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের রাজনৈতিক জীবন মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রতিফলন। তার নেতৃত্ব মানুষের স্বরকে রাষ্ট্র ও নীতিনির্ধারণে পৌঁছানোর পথ দেখিয়েছে।”
হানিফ বলেন, “নিপীড়ন, নির্বাসন এবং দমন-পীড়নের মধ্যেও তারেক রহমানের মানবিকতা অটুট রয়েছে। তিনি প্রমাণ করেছেন, নেতৃত্বের সত্যিকারের শক্তি আসে মানুষের আস্থা, মানবাধিকারের প্রতি অঙ্গীকার এবং ন্যায়বিচারের জন্য অবিচল থাকা থেকে।”
তিনি যোগ করেন, “আজকের বাংলাদেশ তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায়। তার নেতৃত্ব মানে গণতন্ত্রের পুনর্জন্ম, আইনের শাসনের পুনরুত্থান এবং সমাজে মানবাধিকার চেতনার প্রসার।”
জনাব হানিফ অবশেষে বলেন, “শুভ জন্মদিন জনাব তারেক রহমান। আমরা আশা করি, তার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক চেতনা আরও শক্তিশালী হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।”