চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, পলাতক আসামি, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটা থেকে চালানো অভিযানে এ পর্যন্ত নাচোল, গোমস্তাপুর ও সদর থানায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে চোর, ডাকাত, ছিনতায়কারী, বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতরা।
পুলিশ সুপার জনাব রেজাউল করিম জানান, এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন বৃহস্পতিবার সারারাত অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।