মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রফিকুল শেখের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও বস্ত্রসামগ্রীসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মো. রফিকুল শেখের ঘরটির সবকিছুই পুড়ে যায়।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের মো: রফিকুল শেখের বাড়িতে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. জুলফিকার আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা পৌছে দেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৈয়বুর রহমানের হাতে নগদ অর্থ, কাপড়চোপড়, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এ সময় মো. জুলফিকার আলী বলেন, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সব খোঁজখবর রাখছেন। মানুষ মানুষের জন্য, তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী সহ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
অগ্নিকাণ্ডের শিকার হওয়া মো: রফিকুল শেখ বলেন, আগুনে পুড়ে আমাদের সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের ঘরে যা ছিল,সব ছাই হয়ে গেছে। কেউ একবার খবরও নেয় নাই। বিএনপির লোকজন এসে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছে।
মো. জুলফিকার আলী তারেক রহমানের কথা বলে
খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী সহ নগদ অর্থ সহযোগিতা দিয়ে গেছেন। আমরা এতে কৃতজ্ঞ তাদের প্রতি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।