নেত্রকোনায় শনিবার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, “গণভোট অনুষ্ঠিত হলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা পাবে।” প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ একটি দেশের বিবেক, তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে। তিনি জানান, জামায়াতের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আটটি ইসলামি দল ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। এসব দল আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে অংশ নেবে। এতে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তারা হলেন—নেত্রকোণা-১: মাওলানা আবুল হাসেম নেত্রকোণা-২: অধ্যাপক মাওলানা এনামুল হক নেত্রকোণা-৩: অধ্যাপক খায়রুল কবির নিয়োগী নেত্রকোণা-৪: আল হেলাল তালুকদার নেত্রকোণা-৫: অধ্যাপক মাছুম মোস্তফা এছাড়া জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও উন্মুক্ত, গঠনমূলক এবং নিয়মিত মতবিনিময় সভার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।