1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপুরে ৩৫ উর্দ্ধ খেলোয়াড়দের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া শীতের রোদে শুকোচ্ছে স্বপ্ন, কুমড়া বড়ি বানিয়ে ঘুরছে নন্দীগ্রামের নারীদের চাকা বগুড়ার শিবগঞ্জে তিন মন্দিরে ২০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন করলেন ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম ভোলা–বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিন থানার সামনে বিক্ষোভ মনোনয়ন পরিবর্তনের দাবীতে উত্তাল ময়মনসিংহের ফুলপুর বাশার সমর্থকদের বিক্ষোভ শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক মিঠাপুকুরে জামায়াত প্রার্থী গোলাম রাব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা পাবে গনভোট হলেই দুমকীতে কৃষকের গাভী লুটে নিলো জামাত নেতা

মনোনয়ন পরিবর্তনের দাবীতে উত্তাল ময়মনসিংহের ফুলপুর বাশার সমর্থকদের বিক্ষোভ

আরিফ রববানী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন দলটির মনোনয়নবঞ্চিত নেতা কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট আবুল বাশার আকন্দের  সমর্থকেরা।
শুক্রবার (২১নভেম্বর) বিকালে ফুলপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ডে এলাকা থেকে শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন ফুলপুর ও তারাকান্দা উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
ফুলপুর বাসষ্টেন্ড থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুরো পথজুড়ে বাশার ভাইকে আমরা চাই”, “প্রার্থী পরিবর্তন চাই”, “রাজপথের বাশার ভাই”, “আমরা তোমাকে চাই”—এমন নানা শ্লোগানে মুখর ছিল এলাকা।
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা দুটি উপজেলা  এলাকা জুড়ে ঘণ্টাব্যাপী অবস্থান-মিছিলে নেতারা বলেন, ময়মনসিংহ- আসনে তৃণমূলের পছন্দের প্রার্থী আবুল বাশার আকন্দ । তাঁকে বাদ দিয়ে দল ঘোষিত প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতাকর্মীরা।
গত ৩ নভেম্বর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই আবুল বাশার আকন্দের অনুসারীরা রাস্তায় রয়েছেন। তারা দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবি—তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করলে নির্বাচনী মাঠে বিরূপ প্রভাব পড়বে। সমাবেশে  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, ময়মনসিংহ- আসনে সাবেক এমপি আবুল বাশার আকন্দের জনপ্রিয়তা এবং সাংগঠনিক গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা না দিলে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। অপরদিকে তৃণমূলের দাবি, “দলকে জেতাতে চাইলে সাবেক এমপি  আবুল বাশার আকন্দের  বিকল্প নেই।”
উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা বলেন-আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আগামী ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি চলছে। রাজনৈতিক প্রার্থীরাও সক্রিয় ভোটের মাঠে। বিভিন্ন রাজনৈতিক দলের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে। সেই প্রার্থী  তালিকা থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছে আসনটির সাবেক জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য, দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতা আবুল বাশার আকন্দ। যা তার কর্মী সমর্থকদেরকে হতাশ করেছে। তাই  বিএনপি হাইকমান্ডের সিদ্ধান্তে ধানের শীষের প্রার্থী হিসেবে আবুল বাশার আকন্দকে প্রাথমিকভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করায়  দলটির নেতারাও বেশ বিক্ষোব্দ হয়ে উঠেছে। আবুল বাশার আকন্দ এর আগে  জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করায় আসন্ন নির্বাচনে দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় ফুঁসে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। তারা ঐক্যবদ্ধ হয়েছে আবুল বাশার আকন্দকে নিয়ে। সাংগঠনিক অভিজ্ঞতা, দুঃসময়ে দলের পাশে থাকা এবং তরুণ প্রজন্মের কাছে ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি ও কর্মীবান্ধব নেতা হওয়ায় নেতাকর্মীরা বিভাজন নয়,আবুল বাশার আকন্দের পক্ষে ঐক্যের ডাক দিয়েছেন । তার পক্ষে ঐক্যের ডাকে ইতোমধ্যে ব্যাপক সাড়াও পড়েছে। সেটা দেখা যাচ্ছে উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে।
আবুল বাশার আকন্দ দলীয় নেতাকর্মীদের  উদ্দেশে বলেন, ‘‘আমি আপনাদের সন্তান, আগেও একবার এই এলাকার এমপি ছিলাম,আমি কথা দিচ্ছি, আপনাদের হতাশ করবো না। দল যদি আমাকে মনোনয়ন দেয়, নির্বাচিত হলে সংসদে অতীতের মতোই আপনাদের কথাই বলবো । আপনাদের অধিকার নিশ্চিত করতেই আমাকে  নির্বাচিত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলের জন্য সম্ভাবনার নতুন বাংলাদেশ বির্নিমাণে বিএনপির পক্ষে আপনাদের জনসমর্থন জানাবেন।
 দলের তৃণমূল নেতাকর্মীরা জানান, বিএনপি দীর্ঘদিন ধরে সাংগঠনিক সংকটের মধ্যে ছিলো। গ্রেপ্তার, হামলা-মামলা, দলীয় বিরোধ, সব মিলিয়ে অনেক ক্ষেত্রে দলের নেতাকর্মীরা ছিলো কোণঠাঁসা। ফুলপুর-তারাকান্দা  তার ব্যতিক্রম নয়; তবে আবুল বাশার আকন্দের নেতৃত্বে বর্তমানে ব্যাপক পরিবর্তন আসছে। পুরনো নেতারাও আবার সরব হয়েছেন, তরুণেরা যুক্ত হয়েছেন বিএনপির প্রচার-প্রচারণায়। ঘরে ঘরে প্রচারণা বাড়ছেই। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরাও চেষ্টা করছেন অভ্যন্তরীণ দ্বিধা-দ্বন্দ্ব দ্রুতই দূর করতে। অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল- তবে, আবুল বাশার আকন্দের রাজনৈতিক মেধায় এখন তা অনেকটাই মিটে গেছে বলেও জানান তারা।
ফুলপুর-তারাকান্দা আসন এলাকার  বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন  আবুল বাশার আকন্দের নেতৃত্বে সংগঠিত ও ঐক্যবদ্ধ আছে।তাকে মনোনয়ন দেওয়া হলে ইনশাআল্লাহ্  সর্বোচ্চ ভোট পেয়ে আবারো এমপি নির্বাচিত হবেন।’
অন্যদিকে ফুলপুর তারাকান্দা এলাকার ভোটের মাঠেও সাবেক এমপি আবুল বাশার আকন্দ  ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জনপ্রিয়তার দিকেও তুঙ্গে। কারণ হিসেবে স্থানীয়রা বলেন, ‘‘ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শোনার প্রচেষ্টা, পরিষ্কার ভাবমূর্তি, তরুণ প্রজন্মকে কাছে টানার কৌশল ও দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তার প্রচার-প্রচারণায় আঞ্চলিক সমস্যা যেমন উঠে আসছে, তেমনি উঠে আসছে জাতীয় রাজনীতির দৃষ্টিভঙ্গিও।’’
ফুলপুর তারাকান্দা আসন এলাকার বিভিন্ন সূত্রমতে, সাবেক এমপি  আবুল বাশার আকন্দের পক্ষে  ঐক্যের ডাকে আহ্বানে সাড়া দিয়ে এলাকার উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্র বির্নিমাণে দলটির ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীরা দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে আসছেন। তাদের দাবি, আবুল বাশার আকন্দ এর আগে এমপি নির্বাচিত  হয়ে ফুলপুর তারাকান্দা এলাকার উন্নয়ন করেছেন।দলের দুঃসময়ে  জেল-জুলুম খেটে সাহসিকতার সঙ্গে এখন নির্বাচনের মাঠে লড়াই করছেন- মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে একটি আধুনিক স্বনির্ভর এলাকা গড়তে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com