বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা ও মীর শাহে আলমের প্রচেষ্টায় এলজিইডি তিন মন্দিরের সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছে। এতে ছোট নারায়ণপুর দেবনাথপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ১০ লাখ, বড় নারায়ণপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ৫ লাখ এবং উথলী (রথবাড়ি) সরকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।
আজ শনিবার বিকাল ৪টায় এই সংস্কার কাজের উদ্বোধন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে অসহায় হিন্দু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।