ধর্মপুর আবাহনী ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে আয়োজিত ৩৫ উর্দ্ধ খেলোয়াড়দের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল ম্যাচ আজ দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফাইনাল ম্যাচে ধর্মপুর আবাহনী ক্লাব প্রথমে ব্যাট করে প্রতিপক্ষের জন্য ৯৯ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে এলিভেন একাদশ মজুমদার দল দারুণ নৈপুণ্য দেখিয়ে নির্ধারিত রানে পৌঁছে জয় ছিনিয়ে নেয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, প্রবীণ খেলোয়াড়দের এমন ক্রীড়া আসর শুধু বিনোদনই নয়, এলাকায় সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।