পিরোজপুর-২ আসনের (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, স্বাধীনতার পর বিগত ৫৪ বছরে জামায়াতের কোনো নেতা-কর্মী হিন্দু ভাই–বোনদের পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেনি। জামায়াতে ভোট দিলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার ৪ নম্বর আটঘর–কুড়িয়ানা ইউনিয়নে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আমাদের মা–বোনদের জোর করে হাতমোজা–পায়েমোজা পরিয়ে গৃহবন্দি করে রাখব না। ইসলাম শান্তির ধর্ম—এখানে উগ্রতার কোনো স্থান নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত সব প্রতিষ্ঠানেই নারীরা নিরাপত্তা ও মর্যাদার চাদরে থেকেই স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করে আসছেন। ইসলাম কখনো নারীদের অসম্মান করে না।
ভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, টাকার বিনিময়ে ভোট দিলে আপনি সেই প্রার্থীর কাছে দায়বদ্ধ হয়ে পড়বেন। এটি আপনার আমানতের খেয়ানত। যারা টাকার বিনিময়ে ভোট নেয়, তারা ক্ষমতায় গিয়ে জনগণের আমানত রক্ষা না করে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে। তাই আমানত রক্ষা করুন—সৎ, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, সুশাসন এবং মানুষের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।