টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধের জেরে পুত্রের হাতে পিতার মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হামকুড়া এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৭০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পিতা-পুত্রের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। শনিবার সকালে আবারও কলহের জেরে আরশেদ আলীকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন তাঁর ছেলে আসলাম শেখ (৩০)। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত আসলাম শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।”
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।