গোপালগঞ্জ জেলার,মুকসুদপুর উপজেলাধীন,উজানী গ্রামে অবস্থিত,”উজানী রাজবাড়ী “জেলার অন্যতম প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ব্রিটিশ শাসনামলে, যশোর থেকে আসা দুই জমিদার, রায় গোবিন্দ ও সুরনারায়ন রায়,গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন,উজানী গ্রামে এসে বসতি স্থাপন করেন এবং তেলিহাটি পরগনায় জমিদারি শুরু করেন।এটি গোপালগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কি:মি দুরে অবস্থিত। জমিদারি কার্যক্রমের অংশ হিসেবে, সেখানে তাঁরা,কারুকার্য খচিত দ্বিতল ও ত্রিতল বাড়ি নির্মাণ করেন, যা বর্তমানে উজানী রাজবাড়ী নামে পরিচিত। রাজবাড়ীর পাশাপাশি এখানে রয়েছে, পাকা বৈঠক খানা,শানবাঁধানো ঘাট,টেরাকোটার সমাধি মঠ এবং মন্দির। রাজবাড়ীটি নির্মানের সঠিক সন তারিখ পাওয়া যায়নি। রাজবাড়ীর কোন উত্তরাধিকারী না থাকায়,কিছু অনুপ্রবেশকারী রাজবাড়ীটি দখন করে নিয়েছেন। যেহেতু অবৈধ দখল ও সরকারি তত্বাবধানের অভাবে, ভবনটি অবস্থা শোচনীয়। শোচনীয় অবস্থার মধ্য দিয়েও রাজবাড়ীটি দর্শনার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বিনোদন কেন্দ্র। অবৈধ দখল মুক্ত করে,সরকার কর্তৃক সংস্কারের উদ্যোগ গ্রহন করা না হলে,অচিরেই এই ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি কালের গর্ভে হারিয়ে যাবে।