মাদারীপুরের শিবচরে এসএস.সি ও এইচ.এস.সি পরীক্ষা–২০২৫ এ জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশনা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাব এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃ দাঃ) মোহাম্মদ শহীদ হোসেন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও শিবচর ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাসুদ-উর-রহমান।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
মেধাবী সে-ই, যার ভেতর দেশপ্রেম জাগ্রত থাকে। দেশপ্রেমহীন মেধা সমাজ ও জাতির জন্য কার্যকর নয়। তোমরা দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।
সভাপতি মাসুদ-উর-রহমান বলেন—
এসএসসি–এইচএসসিতে ফল ভালো হওয়া কেবল সফলতার প্রথম ধাপ। আগামীর দীর্ঘ পথচলায় শিবচর ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষা নির্বাচন, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও সুশিক্ষার গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সবশেষে অতিথিরা জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।