1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন হারিয়ে যেতে বসেছে শতবর্ষী তালা তৈরির ঐতিহ্য ‎ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় শিবচরে জিপিএ–৫ অর্জনকারীদের সংবর্ধনা প্রকৃতি বাঁচিয়ে কৃষি চর্চা, নিশ্চিত হোক নিরাপদ খাদ্য ব্যবস্থা পলাশবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় উজানী রাজবাড়ী-গোপালগঞ্জ জেলার ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পলাশবাড়ীতে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলাধীন ৩নং বরোরচর ইউনিয়ন এবং ২নং কুষ্টিয়া ইউনিয়নের মাঝামাঝি ফকিরপাড়া ব্রিজের পাকা রাস্তা হতে চৌধুরী কুষ্টিয়া নামাপাড়া জলিল মুহুরীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মানের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অদ্য ২৩/১১/২০২৫ ইং তারিখে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত জনসাধারণের ভাষ্যমতে ফকিরপারা ব্রিজের পাকা রাস্তা হতে চৌধুরী কুষ্টিয়া নামাপাড়া জলিল মুহুরির বাড়ি পর্যন্ত আনুমানিক ১৭০ ফিট এর একটি যাতায়াতের রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে জনসাধারণ মূল সড়কের সাথে সংযুক্ত ছিলেন এবং তাদের উৎপাদিত ফুলকপি, কাঁচা টমেটো, কাঁচা মরিচ সহ অন্যান্য শস্য বাজারে নিয়ে বিক্রয় করতেন। উল্লেখিত রাস্তাটি বর্তমানে অত্যন্ত নাযুক ও যাতায়াতের অনুপযোগী হওয়ায় গত ০৩/১১/২০২৪ ইং তারিখ এবং গত ০৬/০৮/২০২৫ ইং তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি সংস্কারের জন্য আর্থিক বরাদ্দের মাধ্যমে রাস্তাটির মাটি কাটা ও সংস্কার কাজ শুরু হয়। কিন্তু, কাজটি চলায়মান থাকা অবস্থায় ৩নং বরোরচর ইউনিয়নের বাসিন্দা মোঃ হোসেন ফকির এবং তার ছেলে জয়নাল ওরফে শুভ রাস্তাটির সংস্কার কাজে বাধা প্রদান করে। এ সময় ৩নং বরোরচর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব সাব্বির হোসেন এবং ২নং কুষ্টিয়া ইউনিয়নের প্রশাসনিক চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ্ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান করতে চাইলে বাধা প্রদানকারীগণ তাতে কোন কর্ণপাত করেননি। এই কারণে দুই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সরকারি খাস জমিতে অবস্থিত রাস্তাটির সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য ভুক্তভোগী জনসাধারণে পক্ষে কুষ্টিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আইয়ুব আলী গত ২০/০৮/২০২৫ ইং তারিখে মাননীয় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে জেলা প্রশাসনকে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তারই প্রেক্ষিতে নব-নিযুক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ সাইফুর রহমান কে বিষয়টি অবহিত করণের উদ্দেশ্যে ভুক্তভোগী জনসাধারন অদ্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে একটি শান্তিপূর্ণ মানবন্ধন করেছেন এবং তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, মাননীয় জেলা প্রশাসক মহোদয় সমস্যাটির সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে জনসাধারণের দুর্ভোগ নিবারনে সচেষ্ট হবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com