মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়
৪ নং শমশেরনগর ইউনিয়নের।
শিংরাউলী ঈদগা টিলা গ্রামের।
কদই মিয়ার ছেলে মোঃ আজিজ মিয়া কে
টাকা লেনদেন সংক্রান্ত মামলায়।
আদালত তাকে ৬ মাস কারাদণ্ড দেয়।
মামলা নাম্বার দায়রা ৩৩৪/২৩ সি আর ১৩৩/২৩
(কমল) চলমান মামলায় বিচারপর্যায়ে।
আদালতে তাকে সাজা এ সাজা প্রদান করেন।
এরপর থেকে এই আসামি পলাতক।
ছিলেন। কত ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখ।
শনিবার কমলগঞ্জ থানার শমশেরনগর ফাড়ি ক্যাম্পের এ এস আই হামিম চৌধুরী।
নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
তাহাকে গ্রেফতার করেন পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।