1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ‌ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ হাতীবান্ধায় নতুন এসএসসি পরীক্ষা কেন্দ্র করার ২টি প্রতিষ্ঠানের প্রস্তাব ইবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ মিয়া উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীর পক্ষে নির্বাচনী প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা উদ্ধার ইবির কলা অনুষদের তিন বিভাগে বাড়ছে ৩০টি আসন চুয়াডাঙ্গায় বিএনপির নেতাসহ ১১৫ জন জামাতে যোগদান

জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

জহিরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৩ নভেম্বর (রবিবার) জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মিজ্ আফরোজা আখতার–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা আরও আধুনিক ও জনবান্ধব করার উপায়, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। তিনি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের চলমান কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নিরাপদ সাতক্ষীরা গড়তে সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, অর্জন এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করার পাশাপাশি সেবার মান আরও বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “একটি উন্নত ও সেবামুখী জেলা নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বিত কাজই আমাদের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ মতবিনিময় সভার মাধ্যমে জেলা পর্যায়ে উন্নয়ন, সেবা এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সকল দপ্তরের মধ্যে সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com