পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর (সুমন) পরিবর্তে তৃণমূলের কোনো স্থানীয় নেতাকে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে নেছারাবাদের বিএনপির একাংশের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
রাত ১০টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি স্বরূপকাঠী সরকারি কলেজ চত্বরসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম তালুকদারের নেতৃত্বে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে বাহিরের কাউকে মনোনয়ন দিলে নির্বাচনী মাঠে সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এবং দলীয় অবস্থান দুর্বল হয়ে পড়বে। তাদের মতে, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও দীর্ঘদিন ধরে কাজ করা নেতাকে মনোনয়ন দিলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সহজ হবে।
এ বিষয়ে জানতে চাইলে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন বলেন, “শুনেছি স্থানীয় নেতাকর্মীরা বিএনপির হাই-কমান্ডের কাছে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে। তারা সুমন মনজুরকে প্রার্থী হিসেবে চান না।”
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের নতুন প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। মিছিলটি ঘিরে রাতে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপির দল থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া আহম্মদ সোহেল মনজুর (সুমন)। একই আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশি ছিলেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেন। পিরোজপুর-২ আসনের প্রতিটি উপজেলায় মাহমুদ হোসেনের একটি শক্ত বলয় রয়েছে। তিনি ছাড়াও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ফকরুল আলম ও সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত মনোনয়ন চেয়েছিলেন।