পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে কর্মসূচিতে নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান।
সকালে পৌর এলাকার ব্যস্ততম সড়ক, বাজার ও বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন তিনি। দোকানপাট, ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে এলিজা জামান ৩১ দফার গুরুত্ব, লক্ষ্য ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হওয়ায় এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান কবির মুন্না, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা কাঁচা বাজার সমিতির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক জানিস মাহমুদ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলিজা জামান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক পরিকল্পনা নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নীলনকশা। গণতন্ত্র ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনগণের কাছে সত্যিকারের পরিবর্তনের এই বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছি। তিনি আরও বলেন, পিরোজপুরের মানুষ বছরের পর বছর ধরে উন্নয়ন বৈষম্য, অবহেলা আর অযোগ্য নেতৃত্বের শিকার। আমি সবসময় মানুষের পাশে থেকেছি, মানুষের কথাই বলেছি এবং ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। জনগণই আমাদের শক্তি—এই শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে চাই।