ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া করণাই বাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আরজেএফ এর পীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সা.সম্পাদক, দৈনিক রূপবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম (৩৮)। হামলায় তাকে রক্ষা করতে গেলে তার ফুফাতো ভাই সইদুর রহমান (৫৫)–কেও বেধড়ক মারধর করে জখম করা হয়।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রেজাউল করিম তার করনাই বাজারের নিজ অফিস থেকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বের হন। ওই সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাহাবুর আলম ও ১১নং বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ নওপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী রিয়াজুল ইসলামসহ আরও কয়েকজন দুর্বৃত্ত পিছন থেকে তার কলার টেনে ধরে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে।
হামলাকারীরা লাঠি, গাছের ডাল ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ডান চোখের ওপরে গভীর কাটা সৃষ্টি হয়। শরীরের বিভিন্ন অংশেও আঘাত পান তিনি।
রেজাউল করিমকে বাঁচাতে এগিয়ে আসলে তার ফুফাতো ভাই সইদুর রহমানকেও বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা।
দু’জনকে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য স্থানীয়রা গাড়িতে তুললে বোলায়হাট এলাকায় আবারও হামলার চেষ্টা হয়। অভিযোগ রয়েছে—মাহাবুর আলমের কয়েকজন মামা, মামাতো ভাই দক্ষিণ নওপাড়া এলাকার বেশ কজন ও তাদের ভাড়াকরা লোকজন পথরোধ করে আবারও মারধরের উদ্যোগ নেয়। তবে সঙ্গে থাকা লোকজন ৯৯৯ নম্বরে কল করার চেষ্টা করলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
পরে আহত দু’জনকে সাংবাদিক সমাজ ও স্থানীয়দের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার সময় রেজাউল করিমের তার অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেলটিও দুর্বৃত্তরা নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পর পীরগঞ্জ ও ঠাকূরগাঁওয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুতি চলছে বলে সাংবাদিক সংগঠন ও পারিবারিক সূত্রে জানা গেছে।






