পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে পৃথক দণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমানের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
আদালত শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ২০,০০০ টাকা জরিমানা করেন। মেহেদী হাসান মুন্নাকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩,০০০ টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশাকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২,০০০ টাকা জরিমানা দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শারমীন আক্তার (৪৫), কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী; মোঃ মেহেদী হাসান মুন্না (১৯), একই এলাকার মোঃ খলিলুর রহমানের পুত্র; ও ইকতার জাহান তিশা (২২), একই এলাকার শহিদুল্লাহ গাজীর স্ত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা সহ তিনজনকে আটক করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি ২০২২ সালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামীই আদালতে উপস্থিত ছিলেন।
পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন জানান, মামলায় প্রধান আসামী শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ২০,০০০ টাকা জরিমানাসহ দণ্ডিত করা হয়েছে। বাকি দুই আসামিকে পৃথকভাবে দণ্ডাদেশ দেওয়া হয় এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।