1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে’এসো দেশ বদলাই পিরোজপুরে মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন, ২ জনকে দণ্ডাদেশ পীরগঞ্জে উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলা জয়পুরহাটের উন্নয়ন ভাবনায় ডিসির সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময় নাটোরে ৭০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার শালিখার বুনাগাতিতে পূজা উদযাপন ফ্রন্টের কাজী কামালের মনোনয়নের দাবিতে বিশাল জনসভা অষ্টগ্রামে জামায়তে ইসলামীর ক্ষমতা দেখিয়ে ব্রিজ ভেঙ্গে খাল দখল সাইবার সহিংসতাসহ নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে পিরোজপুরে সংবাদ সম্মেলন কাউখালীতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন পীরগঞ্জে প্রতিবন্ধী শিশু উদ্ধার

পিরোজপুরে মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন, ২ জনকে দণ্ডাদেশ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে পৃথক দণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমানের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
আদালত শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ২০,০০০ টাকা জরিমানা করেন। মেহেদী হাসান মুন্নাকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩,০০০ টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশাকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২,০০০ টাকা জরিমানা দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শারমীন আক্তার (৪৫), কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী; মোঃ মেহেদী হাসান মুন্না (১৯), একই এলাকার মোঃ খলিলুর রহমানের পুত্র; ও ইকতার জাহান তিশা (২২), একই এলাকার শহিদুল্লাহ গাজীর স্ত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা সহ তিনজনকে আটক করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি ২০২২ সালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামীই আদালতে উপস্থিত ছিলেন।
পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন জানান, মামলায় প্রধান আসামী শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ২০,০০০ টাকা জরিমানাসহ দণ্ডিত করা হয়েছে। বাকি দুই আসামিকে পৃথকভাবে দণ্ডাদেশ দেওয়া হয় এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com