শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ও শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর থানার জিয়া রোড মোশারফপুর ও হাজরাহাটি গ্রাম থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হচ্ছেন, সুলতানপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনোয়ার হোসেন পার্থ (২৮) এবং কুষ্টিয়া সদর উপজেলার জগতী গ্রামের আলম আলীর ছেলে মোঃ আবির হোসেন (২৫) ও একই গ্রামের মোঃ ফরিদ মন্ডলের ছেলে মোঃ বাপ্পি (২৫) , হাজরাহাটি গ্রামের খাইরুল ইসলামের ছেলে দিপু ইসলাম (২৫), বেলগাছি গ্রামের নুরুল ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান (৩৩)।
মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার এসআই এমদাদুল হক মিরপুর থানার জিয়ারোড এলাকা থেকে মনোয়ার হোসেন পার্থ কে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এবং মিরপুর থানার এসআই আবুল কালাম আজাদ মোশারফপুর এলাকা থেকে আবির হোসেন ও বাপ্পীকে ১০০ গ্রাম গাঁজাসহ এবং মিরপুর থানার আহম্মদপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল মৃধা হাজরাহাটি এলাকা থেকে দিপু ইসলাম ও সিদ্দিকুর রহমানকে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মিরপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। আটকৃত আসামিদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।