নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব নোয়াপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এলাকা বাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়া ও মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের আয়োজন করা হয়েছে।শনিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আক্কাছ মিয়া (এফসইএমএ) সভাপতিত্বে
প্রধান আলোচক টঙ্গী জামিয়া নূরিয়ার মুহাদ্দিস আল্লামা নজীর আহমেদ, বিশেষ আলোচক গুলিস্তান সেন্ট্রার জামে মসজিদের খতিব মুফতি সালমান সাকি, ঢাকা তাহসিনুল কোরআন বোর্ডের পরিচালক মাওঃ ইব্রাহিম হুসাইন রহিমী, নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ ইব্রাহিম খলিল।
পাগড়ি পাওয়া হাফেজদের নাম হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম পিতা মোঃ নুর নবী,গ্রাম যষোড়া, হাফেজ মোঃ শাহেদুল ইসলাম পিতা মোঃ মোমিনুল হক বাবুপুর, হাফেজ মোঃ শাওন আহমেদ পিতা মোঃ মোমিনুল হক, বাবুপুর, হাফেজ মোঃ সাদমান হুসাইন পিতা মোঃ সলিমুল্লাহ,যষোড়া, হাফেজ মোঃ আল আমিন পিতা মুফতী মোশাররফ হোসাইন, নোয়াপাড়া, হাফেজ মোঃ আঃ রহমান পিতা মোঃ মজিবুর রহমান নোয়াপাড়া, হাফেজ মোঃ সাজিদুর রহমান পিতা মোঃ ইমাম হুসাইন, নোয়াপাড়া সকলে নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহিন উদ্দিন। তিনি বলেন অত্র মাদ্রাসা থেকে ধারাবাহিক ভাবে প্রত্যেক বছর কোরআনে হাফেজ হচ্ছে। এ ব্ৎসর আমাদের মাদ্রাসা থেকে ৭জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে।