২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্য নিয়ে নতুন দিগন্তে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(BNCC)।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের যুবসমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে BNCC–কে আরও সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে।
রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত “National Transformation Through BNCC” শীর্ষক উপস্থাপনায় তিনি বলেন; “আমরা সবাই BNCC–কে সমর্থন করি, কিন্তু এখন প্রয়োজন গুণগত মান উন্নয়ন ও দক্ষ প্রশিক্ষক নিশ্চিত করা। ”বর্তমানে ৫৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে BNCC কার্যক্রম চলছে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরি করা, যাতে দেশের প্রতিটি প্রতিষ্ঠানে শৃঙ্খলাবদ্ধ, দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে ওঠে।
প্রফেসর ইউনুস আরও বলেন,
“BNCC শুধু ছেলেদের নয়, মেয়েদের সমান অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। BNCC–এর সার্টিফিকেট ভবিষ্যৎ কর্মসংস্থানে সহায়ক হবে।