কথা হলো ঠাকুরগাঁও সদর উপজেলা ১৬নং নারগুন ইউনিয়নের প্রাণকেন্দ্র “নারগুন উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল আলমের সাথে। তিনি বললেন বিদ্যালয়ের শিক্ষার মান বেড়েছে, ছাত্র-ছাত্রীদের আগ্রহ বেড়েছে। এবং শিক্ষকদের নিয়মানুবর্তিতা সহ বিদ্যালয়ে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
নিয়মিত অভিভাবক সমাবেশ হয়।তিনি অভিভাবক গণের কাছে একটাই দাবি করেছেন যে আপনারা আপনাদের সন্তানের খোঁজ খবর রাখবেন আর নিয়মিত স্কুলে পাঠাবেন। যদি আপনার সন্তান পিছিয়ে পড়েছে বলে মনে হয় তবে অনুগ্রহ করে আমাকে জানাবেন। তাদের পড়াশুনার সকল দায়িত্ব আমরা স্কুল কতৃপক্ষ নিয়েছি। আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবো।
তিনি আরও বলেন ইতিমধ্যে ২০২৪ইং এর এস এস সি পরীক্ষা শেষ হয়ে গেছে। এই রেজাল্ট প্রকাশ হলেই আপনারা সবকিছু জেনে যাবেন। ইনশাআল্লাহ।