টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় মাদরাসাশিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার মাদরাসা শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, এলাকাবাসীসহ সর্বস্তরের লেকজন।(সোমবার ১৯ ফেব্রুয়ারী)।
সকালে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। হত্যাকারীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।