আজ ২৮ জানুয়ারি ২০২৪ খ্রি. রবিবার, এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে ২০২২ সালের ২য় ষান্মাসিক বিভাগীয় পরীক্ষার তৃতীয় দিনে অপরাধতত্ত্ব(পুস্তক ব্যতীত) বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে শহীদ মুক্তিযোদ্ধা এম. শামসুল হক পাবলিক স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা হতে দুপুর ০১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় ২১টি ইউনিটের মোট ২৩৫ জন এসআই(নিরস্ত্র) অংশগ্রহণ করেন।
সম্মানিত ডিআইজি মহোদয় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।এ সময় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।