1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসার দিঘী পশ্চিমপাড়ার রাস্তায় এক হাঁটু পানি, দুর্ভোগে দেড় হাজার মানুষ: ড্রেনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত আজ বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন মিঠাপুকুরে শিশু ও যুবাদের সাথে সংলাপ ফরিদপুরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম আমতলীতে ‘২৪ এর গণঅভ্যুত্থান গ্রাফিতি প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজপথে রাজনৈতিক নেতা কর্মীদের হিংসাত্মক শ্লোগানের প্রতিবাদ কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জন সহ ১৩ জনের যাবজ্জীবন গাজীপুর সদর উপজেলার বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা নিরসনে যৌথ উদ্যোগ

অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী উদ্ধার, পাঁচজন গ্রেপ্তার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী নয়ন দাসকে (২৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। নয়ন উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে। নাসিরনগর থানা ওসি মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়ন দাসকে উদ্ধার করা হয়েছেন, এঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারের ব্যাপারে বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে। জানা যায়, গত রোববার (১৬ই মার্চ) সকাল ১০টার দিকে ফান্দাউক বাজারে থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী নয়ন দাসকে। সকালে দোকানে যাওয়ার পরপরই মাইক্রোবাসে করে কিছু অপরিচিত লোক এসে নয়নের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গাড়িতে করে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল নয়ন দাস। অপহরণের পর চক্রটি নয়ন দাসের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ২৪ ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারে অভিযানে শুরু করে নাসিরনগর থানা পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গত ছয় দিন যাবত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়ন দাসকে উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ফান্দাউক গ্রামের জানু মিয়ার ছেলে মিলন মিয়ার সাথে ব্যবসায়িক বিরোধ ছিল নয়ন দাসের। নয়নকে শিক্ষা দিতেই মিলন তার ঘনিষ্ঠজন জানু মিয়ার ছেলে মিলন মিয়া (২৫), সহযোগিতায় নয়নকে অপহরণ করে। উদ্ধার শেষে নয়নকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com