চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। রোববার (৯ মার্চ) গভীর রাতে টাঙ্গাইল শহরের এক অভিজাত বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে, একটি মামলায় মুচলেকা দিয়ে জামিন পেলেও নতুন করে চাঁদাবাজির অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, সরকারি প্রকল্পে অনিয়ম এবং সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ব্যবসায়ী বলেন, “আমরা তার হাতে জিম্মি হয়ে পড়েছিলাম। তার গ্রেফতার হওয়ার খবরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি।” গ্রেফতারের পর সোমবার (১০ মার্চ) সকালে মিষ্টিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিষ্টির গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অপকর্মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, মিষ্টির সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তার সহযোগীদের নাম বের করার জন্য রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদ চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাদের আশ্বাস, “যে-ই দুর্নীতি করুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”