1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় মদ্যপান অবস্থায় সাগরে ঝাঁপ পর্যটকের রানীশংকৈলে পৌর জাতীয়তাবাদী বিএনপি দলে সদস্য সংগ্রহ ও নবায়ান এর দোয়া মাহফিলের আয়োজন শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার নীলফামারীতে জাতীয় পার্টির মত বিনিময় সভা ঘোড়াঘাটে যুবলীগের সভাপতি সহ গ্রেপ্তার ২ কালিয়াকৈরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নলছিটিতে ইয়াবাসহ যুবক আটক পদ্মা সেতুর রক্ষা বেরিবাদ ভাঙ্গনের কবলে পদ্মার গর্ভে প্রেম হয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : শিমুল বিশ্বাস নন্দীগ্রামে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

আজব বগুড়া শহরে কিশোরীকে বিয়ে করতে না পারায় বাবাকে পিটিয়ে হত্যা : গ্রেফতার ৩

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় মেয়ের বাবা রিক্সাচালক শাকিল আহমেদ (৪০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই হত্যা কান্ডের ঘটনা ঘটায়। হত্যার অভিযোগে অভিযুক্ত বগুড়া জেলা  স্বেচ্ছাসেবক দলেরসহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও মতিসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। জিতু চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আনুমানিক ৪টি মামলা আছে। শাকিল আহমেদ, শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর পুত্র। তিনি ঐ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী তথ্য নিশ্চিত করেন।
নিহতের স্বজনরা জানায়, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলেরসহ সাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে  শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শাকিলের সাথে বিরোধের সৃষ্টি  হয় জিতুর। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। তারই জের ধরে আজ শনিবার বেলা ১২ টায় শাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে। এক পর্যায়ে শাকিল তার বাড়ি থেকে সটকে করতোয়া  তার বোনের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে জিতু তার দলবল নিয়ে দুপুরে শাকিলকে তার বোনের বাড়ি থেকে ধরে নিয়ে বেদম মারপিট করে নদীর ঘাটে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বিকেল সাড়ে ৫ টায় মৃত্যুর ঢলে পড়েন।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, শাকিলের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে করতে চায় জিতু। কিন্তু শাকিল বিয়ে প্রত্যাখ্যান করায় তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। ওই দ্বন্দে¦র জের ধরে আজ বেলা ১২ টায় জিতু ৪ থেকে ৫ টি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন গিয়ে শাকিলকে তুলে এনে মারপিট করে। পরে তারা মুমূষু অবস্থায় শাকিলকে ছিনতাইকারী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করেছিলো। পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদের জিম্মায় না নিয়ে, তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তির পর শাকিল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় জিতু ও মতিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com