1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কামারপাড়া ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে দিনদুপুরে ছিনতাইচেষ্টা, স্থানীয়দের সহায়তায় এক কিশোর আটক কয়রায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রামে এসএসসির শীর্ষে আপন’র পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে তালা! কার্যক্রম বন্ধ! শিক্ষার্থীদের মানববন্ধন ভূমি দস্যুদের বিরুদ্ধে হিজলা প্রেসক্লাবে ভুক্তভোগী কৃষকদের সংবাদ সম্মেলন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাড়াইলে পারফরমেন্স বেজড গ্রান্টস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জমকালো আয়োজনে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ আকাশ মেঘাচ্ছন্ন হলেই অন্ধকার হয়ে আসে সাফিয়ার পৃথিবী কলারোয়ায় চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার

আনিসুল হক সুমন, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী তাসলিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার বিকেলে অভিযুক্ত স্বামী মোঃ সুলতান মিয়া (২৬) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা।

 

মামলা সূত্রে জানা গেছে, গত আট বছর পূর্বে পৌরশহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সাথে বিবাহ হয় তাসলিমার। তাদের সংসারে দুই সন্তান আসে। সব কিছুই ভালোভাবে চলছিল। কিন্তু গত তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান। এ ঘটনা তাঁর স্ত্রী তাসলিমা জানার পর তাকে ফেরাতে বাঁধা দিলে তাসলিমাকে মারপিটসহ বিভিন্নভাবে নির্যাতন করতো সুলতান। ঘটনার দিন গত বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তার স্বামী ও ঝুমা আক্তার কে আপত্তিকর অবস্থায় দেখে তাসলিমা। ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন তার স্বামী তাকে বেধরক মারধর করে উল্টো কু-কথা বলে তাকে আত্মহত্যা করার প্ররোচনা দেয়। এরই প্রেক্ষিতে তাসলিমা নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে চিকিৎসক। পরদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা। এ ঘটনায় শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে নিহত তাসলিমার বড় ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করলে শনিবার বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের ভাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত প্রধান আসামী স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com