1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত: প্রকৃতির সাথে সম্প্রীতির ডাক, বিলুপ্তির শঙ্কা মোকাবিলায় সচেতনতার আহ্বান রাজারহাটে ভোক্তা অধিকারের অভিজান পরিচালনা ডোমারে বন কেটে উজাড় জানেনা রেঞ্জ কর্মকর্তা রাস্তা ভাংগার কারণে, রোগী সহ জনসাধারণের দুর্ভোগ কানসাটে ১১ কেজি গাজাসহ হাবিবুর রহমান হবুর স্ত্রী আটক, স্বামী পলাতক পিরোজপুর জিয়ানগর উপজেলাধীন প্রত্তাশী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত ০৪ দফা দাবি আদায়ে পিরোজপুর ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য শম্ভু বরগুনার আদালতেঃ আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শন হাজারীহাটে অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর আগামী দিনে দেশ পরিচালনার দ্বায়িত্ব কাকে দেবে সিদ্ধান্ত নিবে জনগণ- কর্মীসভায় ডাঃ জাহিদ

আন্তর্জাতিক প্রতিযোগিতায় “মি. ইউনিভার্স” মঞ্চে চিলমারীর সাদিফ সাদ

আশরাফুল ইসলাম মোল্লা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের গর্ব হয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন কুড়িগ্রামের চিলমারীর সন্তান সাদিফ সাদ। সদ্য অনুষ্ঠিত “মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি এখন দেশকে প্রতিনিধিত্ব করবেন ভারতের মাটিতে “মি. ইউনিভার্স” আন্তর্জাতিক আসরে।
চিলমারী উপজেলার মধ্যবিত্ত পরিবারের সন্তান সাদিফ সাদ। তাঁর বাবা এস এ মন্ডল সবুজ—চিলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের চিলমারী প্রতিনিধি এবং সারা হাসপাতাল চিলমারীর চেয়ারম্যান। মা মোছাঃ লিপি আক্তার পেশায় একজন শিক্ষক। এমন একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন সাদ।
বিজয়ের মুহূর্তে আবেগাপ্লুত সাদ বলেন, “এই মঞ্চে দাঁড়িয়ে আমি আজ শুধু সাদিফ সাদ নই—আমি মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫। বিশ্বের শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে নিজ দেশের পতাকা বহন করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর সুশৃঙ্খল প্রস্তুতির ফল আজকের এই অর্জন।”
তিনি আরও বলেন, “আমি খুব সাধারণ পরিবারে বড় হয়েছি। ছোটবেলায় তেমন বন্ধু ছিল না, অনেকটা নিঃসঙ্গতায় কেটেছে। কিন্তু ভেতরে ছিল একটা আগুন—নিজেকে প্রমাণ করার। অনেকেই বিশ্বাস করতো না, একজন শিক্ষক ও সাংবাদিকের ছেলে মডেল হতে পারে। আমি তাদের ভুল প্রমাণ করেছি। আমি লড়েছি নিজেকে খুঁজে পেতে, নিজের স্বপ্নকে বাস্তব করে তুলতে। আলোর সন্ধানে যখন বাইরের পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন নিজের ভেতরেই আলো খুঁজেছি।”
বর্তমানে তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-তে ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন করছেন। আগামী ১০ থেকে ১৮ আগস্ট ভারতের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে “মি. ইউনিভার্স” প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।
চিলমারীর গর্ব এই তরুণ সকলের কাছে দোয়া ও সাপোর্ট চেয়েছেন তার। তিনি বলেন, “এই পথচলা যেন শুধু আমার না হয়—পুরো দেশের, পুরো চিলমারীর গর্ব হয়ে উঠি।”
বাংলাদেশের প্রতিভা এখন বিশ্বমঞ্চে। দেশবাসীর ভালোবাসা আর প্রার্থনায় সাদ এগিয়ে যাক আলোর পথে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com