করিমগঞ্জ,কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষা ২০২৫-এ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে আফসানা বিনতে অন্বেষা অর্জন করেছেন গোল্ডেন GPA-5.00।
তিনি মো. আসাদুজ্জামান ও জুয়েনা খাতুন দম্পতির কন্যা। আফসানার এই কৃতিত্ব শুধু তার পরিবার নয়, বিদ্যালয় ও এলাকার গর্ব ও অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী ছাত্রী হিসেবে পরিচিত আফসানা নিয়মিত পাঠ্যচর্চা, শ্রদ্ধাশীলতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার এক প্রতিক্রিয়ায় বলেন, “আফসানা বিনতে অন্বেষার এই গৌরবোজ্জ্বল সাফল্য আমাদের বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। সে ছিল অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্রী। তার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।”
আফসানার বাবা-মা জানান, তাদের কন্যার এই অর্জনে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি।
ভবিষ্যতে প্রকৌশল ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে আফসানা। সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছে সে।