বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ আগস্ট) রাত ১টা ৩০মিনিটের সময় আমতলী টিয়াখালি মেঘমালা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোলায়মান ওরফে রকি, মাহমুদুর রহমান, মোঃ শামীম, মোঃ সাদিক হাসান রাফি এবং মুশফিকুর রহমান। তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আমতলী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।