বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের গুদির খালে স্লুইস গেট নির্মাণকাজকে কেন্দ্র করে বাইপাস সড়ক সংস্কার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে কুকুয়া ইউনিয়নের সাহেববাড়ী স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্লুইস নির্মাণ চলাকালে বিকল্প পথ হিসেবে ঠিকাদার বাদশা মিয়া একটি বাইপাস রাস্তা নির্মাণ করেন। বর্ষার কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় ওমর আলী চৌকিদার ও মনির প্যাদার মধ্যে শনিবার কথাকাটির একপর্যায়ে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর দুই পক্ষ আমতলী থানায় অভিযোগ করে এবং সোমবার রাতে শালিস বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু বৈঠকের আগেই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
সংঘর্ষে গুরুতর আহত ৮ জন—কালাম দফাদার, মোসাদ্দেক হোসেন, হাবিবুল্লাহ, মাহবুব, ওমর আলী চৌকিদার, সুজন প্যাদা, সোহাগ প্যাদা ও মনির প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন—আব্বাস মৃধা ও আবু বকর স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালাম দফাদারের ওপর প্রথম হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।
গ্রাম পুলিশ আবু কালাম জানান, শালিস বৈঠকের আগে মনির প্যাদার লোকজন তার ভাইয়ের ওপর হামলা চালায়। অন্যদিকে মনির প্যাদা বলেন, উল্টো ওমর আলীর লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।