1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর আগুনে পুড়ে ছাই ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বানোয়াট আলোকিত জীবন, চিরনিদ্রিত মহাপুরুষদের তীর্থভূমি জল সংকটে উত্তাল কয়রা;পানি অধিকার বিষয়ক গণশুনানিতে জলবায়ু চ্যালেঞ্জ ও সমাধানের দাবি চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভা মাগুরায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১ পাবনায় কুকুর ছানা হত্যা মামলার আসামি নিশি খাতুন গ্রেফতার পীরগঞ্জে সমাবেশফেরত পিকআপ দুর্ঘটনায় নিহত ১ আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে
নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সমতাপূর্ণ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে আমাদের করণীয়”— এ স্লোগানকে প্রতিপাদ্য করে ৩ডিসেম্বর বুধবার আমতলী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে সহযোগিতা করে আমতলী ওয়ার্ল্ড ভিশন এবং পুরো আয়োজনটি পরিচালনা করে এনএসএস।
দিবসটির গুরুত্ব তুলে ধরতে বিকেলে স্থানীয় লোকজ রিসোর্স সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপরিচিত সমাজসেবক শাহাবুদ্দিন পাননা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এরিয়া ম্যানেজার বিভুধান বিশ্বাস। তিনি বলেন, “প্রতিবন্ধী মানুষদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্বই নয়, এটি একটি উন্নত সমাজ গঠনের অপরিহার্য শর্ত।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক জাকির হোসেন, শিক্ষক ও সামাজিক সংগঠক মৃদুল চন্দ্র সরকার, নারী অধিকারকর্মী তাজমেরি জাহান লিখন এবং প্রতিবন্ধী প্রতিনিধি আল-আমিন। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য রোধে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, প্রযুক্তির বিস্তার যেমন নতুন সুযোগ তৈরি করেছে, তেমনি প্রতিবন্ধী ব্যক্তিরা অনলাইনে হয়রানি, বৈষম্য ও ঝুঁকির সম্মুখীন হন বারবার। তাই ডিজিটাল নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ব্যবহার প্রশিক্ষণ, এবং স্ব-অধিকার সম্পর্কে সচেতনতা জরুরি।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে একটি খোলা আলোচনার সুযোগ তৈরি করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যাবলী এবং ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস ও সামাজিক স্বীকৃতি আরও বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। অনেক উপস্থিত ব্যক্তি আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবন্ধীদের পূর্ণ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এই ধরনের সম্মিলিত উদ্যোগ আরও ঘনঘন হওয়া উচিত।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠন, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আমতলীতে প্রতিবন্ধী অধিকার নিয়ে ইতিবাচক সচেতনতা বিস্তারে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com